সরকারি নির্দেশ মেনে হুগলিতে চালু ফেরি পরিষেবা

0
2

সরকারি নির্দেশ মেনে হুগলিতে চালু হল ফেরি পরিষেবা। সোমবার সকাল থেকে কোন্নগর, শ্রীরামপুর সহ বিভিন্ন ফেরিঘাটগুলিতে সরকারি সকল নির্দেশ মেনে ফেরি পরিষেবা চলছে।

• সকাল সাতটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত চলবে পরিষেবা

• ফেরিঘাটের কর্মীরা যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করে ফেরিঘাটে ঢুকতে দেন।

• সব যাত্রীর মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

• লঞ্চগুলিকে চারবার করে স্যানিটাইজ করা হচ্ছে

• সরকারি নির্দেশ মেনে ৪০% যাত্রী নিয়ে চলছে ফেরি সার্ভিস

সর্তকতা মেনে ফেরি সার্ভিস চালু হওয়ার খুশি যাত্রীরা।