কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বহরমপুর গোরাবাজারে। রবিবার সকাল থেকে কোয়ারেন্টাইন সেন্টারের একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই পোস্টে স্থানীয়রা জানতে পেরে ওই এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করতে না দেওয়ার জন্য অবরোধ করেন বলে অভিযোগ। বাঁশ দিয়ে এলাকা ঘিরে দেন। স্থানীয়দের অভিযোগ, ঘন জনবসতি পূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করতে চাইছে প্রশাসন। এরপর সন্ধেয় পুলিশ অবরোধ তুলতে গেলে স্থানীয়রা বাধা দেন। পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।





























































































































