অবিশ্বাস্য হলেও একশো শতাংশ সঠিক। মাত্র ৩ নম্বর পেলেই পলিটেকনিক কলেজের অধ্যাপক!!! জেনারেল চাকরিপ্রার্থীদের যেখানে লিখিত পরীক্ষাতেই পাস করতেই যথেষ্ট বেগ পেতে হচ্ছে সেখানে লিখিত পরীক্ষায় মাত্র ৩ নম্বর পেয়েই ইন্টারভিউ এ ডাক পেলেন ST কোটার পরীক্ষার্থীরা।
এবার তথ্য দিয়ে বোঝানো যাক। ওয়েস্ট বেঙ্গল পিএসসি এর পলিটেকনিক কলেজের ফিজিক্সের অধ্যাপক পদে
লিখিত পরীক্ষায় মাত্র ৩ নম্বর পেয়েই ইন্টারভিউ এর জন্য ডাক পেয়েছেন ST পরীক্ষার্থীরা। যেখানে UR, OBC- A এবং OBC- B চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর জন্য কাট অফ যথাক্রমে ৪৭.৩৩, ৩৬.৬৭ ও ৪২.৬৭। SC কোটাতেও কাট অফ রয়েছে ৩১.০০। লিখিত পরীক্ষায় ১০০ এর মধ্যে মাত্র ৩ নম্বর পেয়ে স্রেফ কোটার জোরেই চাকরির সুযোগ। যদিও এটা বেআইনি নয়। সাংবিধানিক ও বটে। চাকরি পরীক্ষার ক্ষেত্রে কাট অফ নির্ধারণ করা হয় পদের সংখ্যা এবং উত্তীর্ণের সংখ্যার ওপর নির্ভর করে। সেক্ষেত্রে ১০০ নম্বরের মধ্যে ৩ নম্বর পেয়েও চাকরি পাওয়া সম্ভব।
কিন্তু এখানে সমস্যা হল ST ছাড়া বাকি পরীক্ষার্থীদের। তাদের লড়াইটা অনেক শক্ত। অনেক চ্যালেঞ্জের। এই প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন জানান, “সাংবিধানিক অধিকারের ভিত্তিতে ST রা যেহেতু সংরক্ষণের আওতায় পড়ছেন তাই সুযোগটা তারা পাবেনই। কিন্তু এখানে অন্যদের ক্ষেত্রে লড়াইটা আরও শক্ত। আরও বেশি করে পরিশ্রম করতে হবে সফল হওয়ার জন্য”।






























































































































