আমফান ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে। ইতিমধেই তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই টাকা যাতে অন্য কোনও অসৎ ব্যক্তির হাতে চলে না যায়, সেই বিষয়টি সতর্ক করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
আজ, শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমফান ঘূর্ণিঝড়ে যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদেরকে রাজ্য সরকার ২০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। আমাদের জেলার করিমপুর ১-এ ৩৭টি, তেহট্টে ১-এ ১৬৮টি বাড়ির ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়া হবে। তাই আমি সতর্ক করে বলছি, যদি কোনও ব্যক্তি আপনার কাছে এসে বলে আমায় ২ হাজার টাকা দাও, তবেই তোমার নাম তালিকাভুক্ত করবো। এবং তবেই তুমি টাকা পাবে, এরকম হলে কাউকে টাকা দেবেন না। আপনার বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তাই সরকার আপনাকে এই টাকা দিচ্ছে। এই ২০ হাজার টাকা আপনার কাছে পুরোটাই পৌঁছাবে। তাই কোনও দালাল বা কোনও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আপনার কাছে এসে টাকা চাইলে তাঁদের একটা পয়সাও দেবেন না। যে টাকা সরকার দিচ্ছে, সেটা দিয়ে বাড়ি নির্মাণ করুন।”





























































































































