এনআরএস হাসপাতালে ফের করোনায় আক্রান্ত রোগী। মোট ৪জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২ জন প্রসূতি বিভাগের রোগী এবং অন্য ২জন মেডিসিন বিভাগে। তাদের আপাতত হাসপাতালেই রাখা হয়েছে। প্রয়োজনে তাদের বেলেঘাটা আইডি হাসপাতাল পাঠানো হবে।
© 2025 biswabanglasangbad. All Rights Reserved.















