ভিয়েতনামে উদ্ধার নবম শতাব্দীর শিবলিঙ্গ, উচ্ছ্বসিত ভারতের বিদেশমন্ত্রী

0
6

অতীতে বিশ্বজুড়ে সনাতন ধর্মের চর্চা ছিল। বহুবার তার প্রমাণ পাওয়া গিয়েছে। এবার ভিয়েতনামে মিলল নবম শতাব্দীর একটি শিবলিঙ্গ। মন্দিরে খননকার্য চালানোর পর উদ্ধার হয়েছে ওই শিবলিঙ্গ। যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ভারতের বিদেশমন্ত্রী। একটি ছবি পোস্ট করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, “এই ঘটনা প্রমাণ করছে সভ্যতার সংযোগ রয়েছে।”

সূত্রের খবর, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভিয়েতনামের কোয়াং নাম প্রদেশের মাই সোন ওয়ার্ল্ড হেরিটেজ প্রকল্প এলাকার চাম মন্দির চত্বরে খনন কার্য শুরু করে। ওই কাজের সময়ে নবম শতাব্দীর ওই বেলেপাথরের শিবলিঙ্গটি উদ্ধার হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে, নবম শতাব্দীতে খমের সাম্রাজ্যের রাজা দ্বিতীয় ইন্দ্রবর্মণের শাসনকালে এই মন্দির তৈরি হয়। কোয়াং নাম প্রদেশে বিখ্যাত দং ডুং বৌদ্ধ বিহারও নির্মাণ করেন রাজা দ্বিতীয় ইন্দ্রবর্মণ।

শিবলিঙ্গ উদ্ধার করা নিয়ে এস জয়শংকর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রশংসা করেছেন। টুইটারে ওই শিবলিঙ্গের ছবি পোস্ট করেছেন বিদেশমন্ত্রী। উল্লেখ করেছেন, এই আবিষ্কার প্রমাণ করে বহুযুগ আগে থেকে ভারত ও ভিয়েতনামের সভ্যতার মধ্যে যোগ ছিল।