” জয় বাংলা” মাস্ক আনছেন অভিষেক

0
2

করোনাআবহের মধ্যেই কাজ করতে হবে। মানুষের পাশে থাকতে হবে। ত্রাণের কাজ চালাতে হবে।

ভিডিও কনফারেন্সে যুবনেতাদের এই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন গাইডলাইন দিয়েছেন তিনি। জেলায় জেলায় যুব সংগঠকরা সভাপতির বার্তায় উজ্জীবিত।

লকডাউন চলাকালীনও কীভাবে সংগঠনকে সক্রিয় রাখা যায়, দেখিয়ে দিচ্ছেন অভিষেক। সেইমত এলাকায় কাজ করছেন যুব সংগঠকরা।

জানা গেছে, একটি বিশেষ ধরণের মাস্ক কর্মীদের দেবেন অভিষেক। তার উপর লেখা থাকবে ” জয় বাংলা”। বাংলার স্বার্থে লড়াইয়ের প্রতীক ও শ্লোগান এটি।
করোনার কারণে লকডাউনে আগাগোড়া সক্রিয় অভিষেক। নিজের ডায়মন্ডহারবার শুধু নয়, জেলায় জেলায় ” কল্পতরু” প্রকল্পে বিপন্নদের খাদ্যের ব্যবস্থা করেছেন। এছাড়া সরকারি স্কিম যাতে সবাই পায়, তার ব্যবস্থা করতে কর্মীদের নামিয়েছেন। দলনেত্রীর বিভিন্ন সাংগঠনিক বৈঠকের ব্যবস্থা করে দিচ্ছেন তথ্যপ্রযুক্তির প্রয়োগে। দলীয় কর্মীদের প্রচারের সুর বেঁধে দিচ্ছেন। উপাদান তৈরি করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার জন্যে। উদয়াস্ত পরিশ্রম করে এই কঠিন দিন ও প্রতিকূল প্রচারের মধ্যেও তৃণমূলস্তরে কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়ে হাল ধরে রাখছেন তিনি।