সুপার সাইক্লোন আমফান কেড়ে নিয়েছে মাথার উপর ছাদ। তার উপর কালবৈশাখী। তার জেরেই অকালে প্রাণ হারাল এক কিশোর। শক্তিকৃষ্ণ সাউ নামে ওই ছেলেটির বয়স 15 বছর। স্থানীয় সূত্রে খবর, সুন্দরবনের কাছারিপাড়ার বাসিন্দা শক্তিকৃষ্ণর বাড়িতে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ বাজ পড়ে। তাতেই তার মৃত্যু হয়। অভিযোগ, আমফানের সাতদিন পরেও এলাকায় পৌঁছয়নি একটিও ত্রিপল। মাথার উপর আচ্ছাদন না থাকার কারণেই ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ সাউ পরিবারের। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, কবে সরকারি ত্রাণ আসবে তাঁদের কাছে? তবে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান সিপিআইএমের বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। কিশোরের মৃত্যুর ঘটনায় বিচলিত কান্তি গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন।





























































































































