এখনই লকডাউন তুলতে চায় না রাজ্য, যুক্তি দিয়ে কেন্দ্রকে জানালেন মুখ্যসচিব

0
2

এখনই কন্টেনমেন্ট বা রেড জোন থেকে লকডাউন তোলার পক্ষপাতী নয় রাজ্য সরকার। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে ভিডিও কনফারেন্সে মুখ্যসচিব রাজীব সিনহা এমনটাই জানিয়েছেন।

যে হারে দেশ তথা রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে এবং মৃত্যু হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য সরকার মনে করছে, এখনই ওই এলাকাগুলি থেকে লকডাউন তুললে করোনা সংক্রমণ বাড়তে পারে। পাশাপাশি, এখনই লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রেও আপত্তি রয়েছে রাজ্যের।

অন্যদিকে, এদিন ভিডিও কনফারেন্সে লকডাউনের মেয়াদ বৃদ্ধি ছাড়াও সুপার সাইক্লোন আমফান পরবর্তী পরিস্থিতি নিয়েও বৃহস্পতিবার নবান্নে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে মুখ্যসচিবের আলোচনা হয় বলে জানা গিয়েছে।