খাবার ও বাড়ি যাওয়ার গাড়ি না পেয়ে বহরমপুর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসস্ট্যান্ডে অপেক্ষায় ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার, বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা বহরমপুর বাসস্ট্যান্ডে পৌঁছন। কিন্তু সেখানে তাঁরা জানতে পারেন, তাদের জন্য কোনও গাড়ি রাখা নেই। এমনকী, তাঁদের খাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি। রাজ্য সরকার তাঁদের প্রতি উদাসীন বলে অভিযোগ করেন শ্রমিকরা।
বহরমপুর আসার পরে কয়েকজন নিজের উদ্যোগে ব্যক্তিগত গাড়ি ভাড়া করে বাড়ি পৌঁছেছেন। উত্তরবঙ্গ পরিবহন সংস্থার ডিপো ইনচার্জ জানান, “পরিযায়ী শ্রমিকরা কে কোথায় থেকে কীভাবে এসেছেন আমাদের জানা নেই। আমরা তাঁদের তথ্য প্রমাণ নিয়ে সরকারি উদ্যোগে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি”।





























































































































