বসিরহাটের হাড়োয়া ব্লক হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুরে কালবৈশাখীর দাপটে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল একজনের। সন্ধের দাপটের পর বুধবার রাত ন’টা নাগাদ আবার নতুন করে ঝড় শুরু হয় । বাড়ির সামনে পাঁচিলের ধারে দাঁড়িয়ে ছিল বছর চল্লিশের মেহের আলি। রাত ন’টা নাগাদ সেই সময় হঠাৎ পাঁচিল ভেঙে যায়। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মেহের আলির। সঙ্গে থাকা আরও একজনকে গুরুতর জখম অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। ভোর রাত থেকে বসিরহাটের সুন্দরবন লাগোয়া ব্লকগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।
আমফানের তাণ্ডবে এখনও জলবন্দি মানুষ। তার উপরে বৃষ্টির জেরে লাফিয়ে বাড়ছে জলস্তর। ফলে নতুন করে বিপদের মুখে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা।





























































































































