আরামবাগে ঝড়ে গাছ পড়ে মৃত ১, আহত ২

0
2

গত বুধবার দক্ষিণবঙ্গে তাণ্ডব দেখিয়েছিল সুপার সাইক্লোন আমফান। তার ঠিক এক সপ্তাহের মাথায় বুধবার সন্ধেয় ফের ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। অল্প সময়ের ঝড়বৃষ্টিতেও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে হুগলির আরামবাগ। গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন ২ জন। এঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম লালমোহন রায় গুপ্ত, তিনি আরামবাগের হরাদিত্য এলাকার বাসিন্দা। হাওয়ার দাপটে উড়ে গিয়েছে টিনের চাল। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে।

বুধবার সন্ধের ঝড়ে নতুন করে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে আরামবাগের বিস্তীর্ণ এলাকা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার থেকে মুর্শিদাবাদের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার জেরেই দক্ষিণবঙ্গের এই ঝড়বৃষ্টি।