শুধু একটি ক্লাব বা ফুটবল নয়। আবেগের আরেক নাম মোহনবাগান। ভালবাসার প্রতিবিম্ব মোহনবাগান। ফলে শতাব্দী প্রাচীন ক্লাবের প্রতিটি সমর্থকই খেলাধুলার পাশাপাশি আবেগ আর ভালবাসাকে আগলে রাখতে পছন্দ করে। তাই মারণ ভাইরাস করোনা হোক কিংবা সুপার সাইক্লোন আমফানের ভয়ঙ্কর তাণ্ডব, কোনও কিছুই দমাতে পারেনি মোহনবাগানিদের। তাইতো সুদূর বর্ধমান থেকে ২২০ কিমি পথ পাড়ি দিয়ে তাঁরা পৌঁছে গিয়েছিলি দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত কিছু গ্রামে।
বর্তমানে যে গ্রামগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেখানে অসহায় মানুষের সঙ্গী চোখের জল আর হাহাকার। আমফান বিপর্যস্তদের পাশে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমানের মোহনবাগান সমর্থকরা। দিনভর ঘুরে ঘুরে তারা ত্রাণ বিলি করে।
ত্রাণের উপকরণের মধ্যে ছিল ত্রিপল, রেশন , চিঁড়ে, গুড় , মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন আর ব্লিচিং পাউডার। আর সঙ্গে নিয়ে ফিরলো আশীর্বাদ, ভালোবাসা।






























































































































