বিমান যাত্রীদের শরীরে করোনা সংক্রমণের হদিশ, প্রশ্নের মুখে কেন্দ্রের সিদ্ধান্ত

0
2

দেশজুড়ে লকডাউনের প্রায় দু’মাস পর শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। বিমান পরিষেবা শুরু হওয়ার পরে একের পর এক যাত্রীর শরীরে পাওয়া যাচ্ছে করোনা সংক্রমণ। যার জেরে কেন্দ্রের বিমান পরিষেবা চালু নিয়ে উঠছে প্রশ্ন। পেশায় বিমানকর্মী এক যাত্রী দিল্লি থেকে পাঞ্জাবের লুধিয়ানা যাচ্ছিলেন। অ্যালায়েন্স এয়ারলাইন্সের ওই কর্মী আপাতত চিকিৎসাধীন। অন্যদিকে, চেন্নাই কোয়েম্বাটোর রুটের ইন্ডিয়া এয়ারলাইন্সের এক যাত্রীর শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। দুটি ক্ষেত্রেই বিমানের চালক সহ কর্মী ও অন্য যাত্রীদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, কাজের সূত্রে, দিল্লি থেকে লুধিয়ানা যাচ্ছিলেন ওই বিমানকর্মী। লুধিয়ানার এক হাসপাতাল সূত্রে খবর, বিমান পরিষেবা চালু হওয়ার পর ১১৬ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫০ বছর বয়সী ওই কর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে। লুধিয়ানাতেই একটি আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, কেন্দ্রের বিমান চালু করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিল বেশ কিছু রাজ্য। অর্থনীতি চালু রাখার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় কেন্দ্র। বিমানবন্দর ও বিমানের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দরে ঢোকার আগে প্রত্যেকের স্ক্রিনিং করে দেখা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এত নিয়মের পরেও করোনা সংক্রমণ ধরা পড়ায় কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন।