বেসরকারি বাস পথে না নামলেও আজ, বুধবার থেকেই বাড়তে চলেছে সরকারি বাস। নামবে দূরপাল্লার সরকারিবাসও। গণ-পরিবহণে গতি আনতে আজ, বুধবার থেকে মোট ৫৩টি রুটে সরকারি বাস পাওয়া যাবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সরকারি বাস পরিষেবা মিলবে। ২০ জনের বেশি যাত্রী তোলা যাবে না। জেলায় বেসরকারি বাস নামানোর জন্য প্রশাসন আলোচনা চালাচ্ছে। তবে ট্রাম এবং লঞ্চ এখনই চলবে না৷ অটো চালানো নিয়েও পুলিশের সঙ্গে আলোচনা চলছে। অটো বিভিন্ন ছোট রাস্তা দিয়ে চলাচল করে। সেগুলির রুট অনেক ক্ষেত্রে কনটেনমেন্ট জোনে পড়ছে। এই মুহূর্তে কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ২৮৬। বহু অটোর রুট এই সব জোনের মধ্যে। তাই পুলিশ এখনই এই জোনগুলিতে অটো চালানোর অনুমতি দিচ্ছেনা৷





























































































































