তিনি যে অভিনেত্রী থেকে প্রকৃত জননেত্রী হয়ে উঠেছেন, ফের তার প্রমাণ রাখলেন মিমি চক্রবর্তী। সুপার সাইক্লোন আমফানের ভয়ঙ্কর তাণ্ডবের পর যাদবপুর লোকসভার বিভিন্ন অঞ্চলের সার্বিক পরিস্থিতি সচল করতে সাংসদ মিমি চক্রবর্তীর রাস্তায় নেমে সমস্ত কিছু সামাল দিলেন।
সেলিব্রিটি তকমা দূরে সরিয়ে রাস্তা আটকে পড়ে থাকা বিশাল বিশাল গাছ কাটা থেকে শুরু করে এলাকার বিদ্যুত ও জলের পরিষেবা পুনরায় সচল করতে যাদবপুরের তৃণমূল সাংসদ নিজে রাস্তায় নেমে তদারকি করলেন।
গড়িয়া ,পাটুলি,গল্ফগ্রিন-সহ যাদবপুরের বিস্তীর্ণ এলাকাগুলোতে পরিস্থিতি ঘুরে ঘুরে দেখলেন মিমি। শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ। এই প্রচণ্ড গরম ও প্রাকৃতিক বিপর্যয়কে মাথায় নিয়ে নিরলসভাবে যাঁরা দিনরাত এক করে গাছ কাটছেন, নিজে হাতে তাঁদের জল খাবারের ব্যবস্থা করলেন মানবিক মিমি। তাঁদের হাতে তুলে দিলেন জলের বোতল , বিস্কুট, মুড়ি, গ্লুকোজ।
দুর্যোগ মোকাবিলায় গোটা যাদবপুর চষে যা যা করলেন সাংসদ মিমি চক্রবর্তী–
১১০ নং ওয়ার্ডে মেট্রো রেল কলোনি এলাকা পরিদর্শন ও ৫২টি পরিবারে ত্রিপল বিতরণ।
১১০ নং ওয়ার্ডের ‘N’ ব্লক পরিদর্শন
১১০ নং ওয়ার্ডের সাদার্ন পার্ক, সবুজ দল ক্লাব সংলগ্ন এলাকা পরিদর্শন।
১১০ নং ওয়ার্ডের ব্রিজি কলোনির পূর্ব এবং পশ্চিম পাড়া পরিদর্শন এবং ৬০০ পরিবারের মধ্যে খাবার বিতরণ।
৯৯ নং ওয়ার্ডের বাঘজাতীন স্টেট জেনারেল হসপিটাল এলাকা পরিদর্শন।
৯৫ নং ওয়ার্ডের গল্ফগ্রিন সংলগ্ন এলাকার সঙ্গে যাদবপুর সেন্ট্রাল পার্ক এলাকা পরিদর্শন।





























































































































