রাজ্যপাল ফিরলেন পুরনো অভ্যাসে

0
2

অভ্যাস ছাড়তে পারেননি রাজ্যপাল। ফের রাজ্য সরকারের সমালোচনা। এবার পুর পরিষেবা নিয়ে ক্ষোভ। ট্যুইটে রাজ্যপাল বলছেন, বয়স্ক এবং শিশুদের প্রতি আরও যত্ন নেওয়ার দরকার। পুর-পরিষেবার অভাবে এরা সমস্যার মুখে। আরও আগে সেনা ডাকা উচিত ছিল। সেনাই দ্রুত গাছ সরিয়েছে। যুদ্ধ বা ত্রাণ, যে কোনও লড়াইয়ে সেনাই এগিয়ে থাকে, মন্তব্য রাজ্যপালের।