না জানিয়েই ট্রেন, রেলের আচরণে ক্ষুব্ধ নবান্ন

0
2

এবার রেল-রাজ্য তরজা। নবান্ন থেকে মঙ্গলবার পরিষ্কার জানানো হলো রাজ্যকে না জানিয়েই ট্রেন পাঠাচ্ছে রেল। রাজ্যের কোনও আপত্তি শুনছে না। আর এই সব পরিযায়ী শ্রমিকদের কারণেই রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নবান্ন থেকে এদিন ক্ষোভ লুকিয়ে না রেখে বলা হয় আমফানের দাপটের কারণে বিমান ও শ্রমিক স্পেশাল কয়েকদিন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছিল। একটাই কারণ, বিপর্যয় সামলে নেওয়া। কারণ, এই ট্রেনগুলিতে যারা আসছে তাদের বাধ্যতামূলক কোয়ারান্টাইনের বিষয়টি রয়েছে। এই মুহূর্তে মারাত্মক অবস্থা এখন মহারাষ্ট্রের। সেখান থেকে ট্রেন এলে আলাদা ব্যবস্থার দরকার। কিন্তু রেল সেই কথা শুনছে না। আজই মুম্বই থেকে ৩০টি ট্রেন ছাড়ছে। প্রত্যেকটিতে ১২০০ জন করে ধরলে সংখ্যাটা প্রায় ৪০হাজার। রেলের এই হঠকারিতায় রাজ্য প্রশাসন ক্ষুব্ধ, বিরক্ত।