৮৪ বছরের জীবন থমকে গেল হিটলারের স্যাটার্নের

0
3

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক বোমাবাজি তার প্রাণ কাড়তে পারেনি। রবিবার সকালে মস্কোর একটি চিড়িয়াখানায় মৃত্যু হলো সেই কুমিরের। জানা গিয়েছে, অ্যাডলফ হিটলারের পোষা কুমির ছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ নাম দিয়েছিল স্যাটার্ন। বয়স হয়েছিল ৮৪ বছর।

আমেরিকায় জন্ম হয়েছিল স্যাটার্নের। ১৯৩৬ সালে বার্লিন চিড়িয়াখানাকে উপহার হিসাবে দেওয়া হয় ওই কুমির। ১৯৪৩ সালে চিড়িয়াখানায় ব্যাপক বোমাবাজি হয়। অন্য অনেক বন্য প্রাণীর মৃত্যু হলেও বেঁচে যায় স্যাটার্ন। এরপর স্যাটার্নকে আপন করে নেয় মস্কোর চিড়িয়াখানা। তখন ওই কুমিরের বয়স ১০ বছর। হিটলারের পোষা এই কুমির দেখতে ভিড় জমত চিড়িয়াখানায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, স্টিলের চামচ থেকে কংক্রিটের দেওয়াল ভেঙে দেওয়ার মতো শক্তি ছিল কুমিরের। মিসিসিপি কুমির সাধারণত ৩০ থেকে ৫০ বছর বাঁচে। কিন্তু স্যাটার্নের ক্ষেত্রে ব্যতিক্রম হলো।