ক) কোভিড
➡️ নতুন পজিটিভ কেস – ১৪৯ (গতকাল ছিল ২০৮)
➡️ মোট অ্যাক্টিভ কেস – ২১২৪
➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৯২২৫ (ঘূর্ণিঝড় আমপান এর প্রভাব সত্ত্বেও দৈনিক টেস্টের সংখ্যা সর্বোচ্চ)
➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ২.৫৮% (গতকাল ছিল ২.৬৪%)
➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ১৬৪৫ (গতকাল ছিল ১৫৪২)
➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ২০৬ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬)
➡️ কোমরবিডিটি-র কারণে মৃত্যু – ৭২
➡️ গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন – ৭৫ (ছাড়া পাওয়ার হার ৩৭.০৫%)
*খ) ঘূর্ণিঝড় আমপান*
➡️ কলকাতার ৯৫% এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক তাই সময় লাগছে। বাকি ৫% এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য দিন-রাত চেষ্টা চলছে
➡️ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
➡️ সব পুকুর, লেকের জলে নোনা জল মিশে গেছে, তাই পানীয় জলের অভাব দেখা দিয়েছে। চাষের জমির প্রচুর ক্ষতি হয়েছে
➡️ প্রাথমিক অনুমান অনুযায়ী (সমীক্ষা চলছে) ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ কোটি টাকা যা মার্কিন ডলারে ১৩ বিলিয়ন
➡️ সরকারী আধিকারিক, পুলিশ, আমলা, সিভিক ভলেন্টিয়ার, স্বাস্থ্যকর্মী, দুর্যোগ ব্যবস্থাপনা দল, জনপ্রতিনিধিরা এবং স্থানীয় বাসিন্দারা সবাই একসাথে কাজ করছেন।
দুঃখের বিষয়, আজ দক্ষিণ দিনাজপুর জেলার তপনের ব্লক ডেভলপমেন্ট অফিসার (বিডিও) ছোগেল মোক্তান তামাং কর্মরত অবস্থায় একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আমাদের নিরাপদ রাখতে অসংখ্য মানুষ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন





























































































































