সুপার সাইক্লোন আমফান বিপর্যয়ের মধ্যে আরও বেশি করে দাপট দেখাতে শুরু করেছে কোভিড-১৯। টানা কয়েকদিন গোটা দেশে একের পর এক রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা বাড়িয়েছে মারণ ভাইরাস। দেশের পাশাপাশি রাজ্যেও অব্যাহত করোনা ভাইরাসের দাপট। আমফান বিধ্বস্ত বাংলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন আরও ২০৮ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ হাজার ৬৬৭ জন। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন করোনা রোগী। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২০০। রবিবার রাজ্যে করোনা সক্রিয় সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫৬। তবে রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১ হাজার ৩৩৯ জন।
সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে রয়েছে কলকাতা। যা চিন্তা বাড়াচ্ছে রাজ্যে। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩৫। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ জন। এরপরই রয়েছে হাওড়া (৫৩৯)। এছাড়াও উত্তর ২৪ পরগনা (২৬২), দক্ষিণ ২৪ পরগনা (৭০), হুগলি (৮৯), মালদা (৭০)।
রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর রবিবার পর্যন্ত মোট ১ লক্ষ ২৯ হাজার ৬০৮টি করোনা পরীক্ষা করা হয়েছে বাংলায়। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৯ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে করোনায় সুস্থতার হার ৩৬.৫১ শতাংশ।





























































































































