রাজ্যবাসী এখনও আমফানের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যে আবার শোনা যাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড় ‘নিসর্গ’র কথা। ‘নিসর্গ’ অনেকটা বাচ্চা জন্ম নেওয়ার আগের পর্যায়। বাচ্চা জন্মানোর আগে যেমন নামকরণ হয়ে যায় ঠিক তেমনই।
আমফানের পর ‘নিসর্গ’ নিয়ে মানুষের মধ্যে আলোচনা তুঙ্গে। এই নামকরণ করেছে বাংলাদেশ। তবে এই ‘নিসর্গ’ কবে আসবে, কোথায় আছড়ে পড়বে, তার গতিবেগ কত হবে তার কোনও সুস্পষ্ট ইঙ্গিত নেই।
ইতিমধ্যে নামকরণ করা রয়েছে ‘নিসর্গ’এর পরের এবং তার পরের ঝড়টির নামও। ‘নিসর্গ’এর পরেরটি ‘গতি’ (ভারত) ও তার পরের ঝড়টির নাম হবে নিভার (ইরান)।
এই সুপার সাইক্লোন আমফানের নামকরণ হয়েছিল ১৬ বছর আগে। অর্থাৎ ২০০৪ সালে থাইল্যান্ডে এর নামকরণ করেছিল।
কী কারণে নাম দেওয়া হয় ঘূর্ণিঝড়ের?
জানা গিয়েছে, ‘প্রতিটি ঘূর্ণিঝড়কে আলাদা করার জন্যই নামকরণ করা হয়। নাম থাকলে দ্রুত মানুষের কাছে তা পরিচিত হয়ে ওঠে। মানুষকে দ্রুত সতর্ক করা যায়। মানুষের হৃদয়ে জন্য দাগও কেটে যায় বহু ঝড়।’ যেমন, আয়লা, বুলবুল বা আমফান।





























































































































