লকডাউন পরিস্থিতিতে অর্থনীতির বেহাল অবস্থা। এই সময় সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে কীভাবে ব্যয় করবেন? তা নিয়ে চিন্তায় অনেক অভিভাবক। এ বিষয়ে এগিয়ে এলো অ্যাডামাস ইউনিভার্সিটি। তাদের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে প্রায় দু’কোটি টাকা অর্থমূল্যের কাছাকাছি স্কলারশিপের ঘোষণা করলেন আচার্য সমিত রায়। ৩০ মে, ১৩ জুন এবং ২০ জুন অ্যাডামাস ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের অধীন অনলাইন পরীক্ষা হবে। ভর্তির পরীক্ষায় মেধার ভিত্তিতে স্কলারশিপ পাবেন পড়ুয়ারা। স্কলারশিপের জন্য সর্বোচ্চ দুবার চেষ্টা করতে পারবেন পরীক্ষার্থীরা। বিস্তারিত জানতে 8336944328 ও 1804197423 নম্বরে ফোন করা যাবে। অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে 8335004433 নম্বরে।
অ্যাডামাস ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভর্তির পরীক্ষার ফর্ম পাওয়া যাবে। আচার্য সমিত রায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।




























































































































