
বজবজ এক শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক। দক্ষিণ চব্বিশ পরগনার শিল্প নগরী। সিইএসসি-র প্রজেক্ট থেকে বিভিন্ন ওয়েল ও গ্যাস কোম্পানি ও জুটশিল্পের বহু কারখানা সমৃদ্ধ এই বজবজ। আমফানের তাণ্ডবে বজবজের 14 নম্বর ওয়ার্ডে 4 জন মানুষের বিদ্যুস্পৃষ্ঠ হয়ে গিয়েছেন। বর্তমানে এলাকার প্রায় 90 শতাংশ এলাকা বিদ্যুৎ-বিহীন। সিইএসসি-কে বহু অনুরোধ করেও কিছু হয়নি। এমনকী যেখানে 4 জন মানুষ বিদ্যুস্পৃষ্ঠ হয়েছেন সে জায়গাতেও শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা ছাড়া কিছুই করা হয়নি। যথেচ্ছ ভাবে ইলেকট্রিক তার চারিদিকে গাছের গুঁড়ি ও ডাল সমেত জড়িয়ে আছে। আমরা বজবজের মানুষ সরকারের কাছে জানাতে চাই, আমরা খুব অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। গত 20 মে সেই বিভীষিকাময় রাতের পর থেকে আমরা এখানে দম বন্ধ করা গরমে লোডশেডিং, মোবাইল ফোন, ইন্টারনেট বিহীন হয়ে দিন কাটাচ্ছি। সরকারের কাছ অনুরোধ আমাদের বাঁচার ব্যবস্থা করুন।































































































































