২৫ মে, সোমবার ঈদ। কিন্তু জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি অনুরোধ লকডাউনের সমস্ত নিয়ম মেনে কেউ হাত মেলাবেন না, কোলাকুলিও করবেন না। তাঁর কথায় সোশ্যাল ডিসট্যান্স মানতে হবে। এবারের রমজান একটু ব্যতিক্রম। মুসলিমরা নমাজ পড়তে বাইরে যাননি, ইফতার সেরেছেন বাড়িতেই। খুশির ঈদও এবার ব্যতিক্রমী।































































































































