আন্তর্জাতিক উড়ান চালু হতে পারে অগাস্টের আগেই

0
2

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে জুনের মাঝামাঝি অথবা জুলাইয়ের শেষদিকেই আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হতে পারে বলে আশাবাদী কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি যদি আয়ত্তের মধ্যে থাকে,করোনা সংক্রমণের শৃঙ্খলকে যদি ভেঙে ফেলা যায় তাহলে আমরা কেন অগাস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করব? সেক্ষেত্রে তার আগেই ধাপে ধাপে শুরু হতে পারে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। তবে যাই হোক না কেন,তা হবে পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করেই।