এবার সিএসসির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জবাব দিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট (ডিস্ট্রিবিউশন) অভিজিৎ ঘোষ। বললেন গ্রাহকদের দুর্ভোগ হচ্ছে আমরা বুঝতে পারছি। আমরা ক্ষমাপ্রার্থী তার জন্য। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আমাদের কয়েকটি ধাপে কাজ করতে হয়। লকডাউনের জন্য কাজে অসুবিধা হচ্ছে। বাইরে থেকে কর্মী আনা যায়নি। বিশেষত গাছ কাটার লোকের প্রয়োজন ছিল। আবার লকডাউনের কারণে প্রয়োজন মতো জেনারেটর জোগাড় করা সম্ভব হয়নি। কয়েকটি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। পুরসভাগুলির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। বড় আবাসনগুলির তালিকা তৈরি করা হচ্ছে। আমাদের মনে হয় কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করতে পারব। আমাদের উপর ভরসা রাখুন। যদিও সিএসসির উপর মানুষ যে ভরসা রাখছেন না, তা সারাদিন ধরে বিভিন্ন এলাকায় অবরোধ বিক্ষোভের ছবিতেই প্রমাণিত হয়েছে।





























































































































