আইসিএমআর-এর নয়া সিদ্ধান্ত। একটি বিবৃতিতে আইসিএমআর জানিয়ে দিল এবার দেশের স্বাস্থ্যকর্মীদের করোনা প্রতিরোধের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া যাবে। তবে এই ওষুধ তাদেরই দেওয়া যাবে যারা মূলত স্বাস্থ্যকর্মী ( ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারী), আধাসেনা, নিরাপত্তারক্ষী কিংবা পুলিশকে, যারা নন কোভিড হাসপাতালে কাজ করছেন, কিংবা রেড জোন এবং কনটেনমেন্ট জোনে কাজ করছেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই ওষুধটি কোভিড আক্রমণের সম্ভাবনা কমায়। ম্যালেরিয়া রোধকারী এই ড্রাগের ব্যবহার তাই বৃদ্ধি করা যেতে পারে। তবে হাইড্রোক্সিক্লোরোকুইন খেলেই যে করোনা আক্রান্ত হবে না, এমন কোনও নিশ্চয়তা দেয়নি।আইসিএমআর।































































































































