শহত জুড়ে বিদ্যুৎ এবং জলের দাবিতে অবরোধ চলছে। দক্ষিণ থেকে উত্তর কলকাতা সর্বত্রই এক চিত্র। যাদবপুরের সাঁপুইপাড়া, মণ্ডলপাড়া, অন্যদিকে উত্তরেই খড়দহ, সোদপুর, ডানলপ, আবার অন্যদিকে উত্তরপাড়া, বেলুড় এলাকায় একের পর এক অবরোধ। জনজীবন বিপর্যস্ত। প্রত্যেকটি এলাকার মানুষের বক্তব্য, প্রায় ১৪০ ঘন্টা হয়ে গিয়েছে, নূন্যতম সিইএসসি বা বিদ্যুৎ বন্টন কোম্পানির কাউকে দেখা যায়নি। কেউ কেউ প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছেন। কিন্তু বৃদ্ধ-বৃদ্ধা, শিশু কিংবা রোগীদের নিয়ে বিরাট আতান্তরে পড়েছেন পরিবারের মানুষ। গরমে মানুষ হাঁসফাঁস করছেন। সেই অবস্থায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বাড়ির মহিলারা। এই এলাকাগুলির অবরোধ চিত্র দেখে অন্য এলাকার মানুষও রাস্তায় নামছেন। ফলে পুলিশ-প্রশাসন মুশকিলে।




























































































































