আমফান বিধ্বস্ত কলকাতা সহ জেলাগুলিতে বিদ্যুৎ ও জলের পরিস্থিতির উন্নতি হয়নি শুধু কলকাতাতেই তিন হাজারের বেশি গাছ পড়েছে এবং বিদ্যুতের তারও ছিঁড়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্য সরকার বিগত ৪৮ ঘন্টা ধরে তৎপর। সিইএসসি পরিষেবা ফেরাতে ব্যর্থ হলেও রাজ্য সরকার আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে সব ধরণের ব্যবস্থা নেওয়া শুরু করেছে। বিশেষ ফোর্স নামানো হয়েছে। পুরকর্মী-এনডিআরএফ-এর কর্মী, বিদুৎ বন্টন সংস্থার কর্মী এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দফতরের কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছেন। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মুখ্যমন্ত্রী বিদ্যুৎ সংযোগ দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রকের সাহায্য চাইলেন। মুখ্যমন্ত্রী মনে করছেন আমফানের জেরে যা হয়েছে তা কার্যত জাতীয় বিপর্যয়। তাই কেন্দ্রীয় সংস্থাগুলোরও এই কাজে হাত বাড়িয়ে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী শুধু কলকাতা নয়, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদীয়ার বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত বিদ্যুৎ ও জলের লাইন ফেরাতে এই সাহায্য চেয়েছেন।





























































































































