ভাবা যায়! তিনি সাংসদ। আর যেখানকার সাংসদ, সেখানেই কিনা তিনি ঢুকতে পারলেন না!
তিনি বসিরহাটের সাংসদ নুসরত, নুসরত জাহান। প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রীর বৈঠকের জায়গা বসিরহাট কলেজে ঢুকতে চেয়েছিলেন, তারজন্য বচসায় জড়ালেন। কিন্তু সাংসদকে নিজের এলাকার স্কুলে ঢুকতে দেওয়াই হলো না!
শুক্রবার স্বামী নিখিলকে নিয়ে বসিরহাটে পৌঁছে গিয়েছিলেন নুসরত। ইচ্ছে ছিল এই গুরুত্বপূর্ণ ক্ষণের সাক্ষী থাকা। যখন পৌঁছলেন তখন বসিরহাট কলেজে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক চলছে। সাংসদের গাড়ি আটকে দেন প্রধানমন্ত্রীর এসপিজি টিম। নুসরতকে জানোনো হয়, প্রশাসনিক বৈঠক চলছে। কোনও রাজনৈতিক নেতাকে ঢুকতে দেওয়া যাবে না। তিনি সাংসদ। এই এলাকার সাংসদ। এসপিজি টিমকে জানিয়েও লাভ হয়নি। শেষ স্বর চড়ে। বচসা বাধে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা শেষে নুসরতকে ভিতরে যাওয়ার অনুমতি দেন। কিন্তু নুসরত স্বামী নিখিলকে নিয়ে যেতে চান। এবার সাফ জানিয়ে দেওয়া হয়, সাংসদ যেতে পারেন, কিন্তু নিখিল নন। নুসরত নাছোড় হলেও নিরাপত্তারক্ষীরা এবার আরও কড়া। অগত্যা নিখিলকে ঢুকতে না দেওয়ায় দুজনে গাড়িতে চেপে বসেন। ফেরেন সোজা কলকাতা।





























































































































