কার্যকরী মূলধনের কারণে ক্ষুদ্র, ছোট বা মাঝারি শিল্পের সমস্যা যাতে না হয় সেই কারণে সুনির্দিষ্ট মেয়াদের ঋণের উপর আরও তিন মাসের মোরাটোরিয়াম দেওয়ার কথা ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। মাসিক কিস্তি পরিশোধে তিন মাসের মেয়াদ বৃদ্ধি করার পর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের নতুন ঘোষণা, ফলে নতুন ঘোষণার জেরে মেয়াদ বেড়ে হলো ৬ মাস। এছাড়া এক্সিম ব্যাংক ১৫০০কোটি টাকা ঋণ দেওয়া হবে। প্রি ও পোস্ট শিপমেন্টের সময়সীমাও তিন মাস বাড়িয়ে ১৫ মাস করা হয়েছে। শক্তিকান্ত দাস আরও জানান বিশ্ব বাণিজ্যের পরিমাণ ১৩- ৩২% কমে যেতে পারে। সবজি দুধ অন্যান্য খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এটা যেমন ঠিক, সেরকম মূল্যবৃদ্ধি আরও কিছু মাস চলবে।































































































































