রামমন্দির আন্দোলন যে সঠিক ছিল তা প্রমাণ করে দিচ্ছে এখন মন্দির নির্মাণের সময় খননে উদ্ধার হওয়া প্রত্নসামগ্রীগুলিই। সাম্প্রতিক খননের পর এই বক্তব্য, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ সহ রাম মন্দির আন্দোলনকারীদের। ঘটনা হল, পাঁচ ফুটের শিবলিঙ্গ মিলেছে রামমন্দিরের জমি খুঁড়তেই। এমনটাই দাবি করেছে মন্দির নির্মাণ ট্রাস্ট। আর সেই খবরে উচ্ছ্বসিত বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ। দীর্ঘ বিবাদ, মামলার শেষ গত বছরের নভেম্বরে শীর্ষ আদালতের নির্দেশে বিতর্কিত জমির অধিকার পায় হিন্দুরা। এরপর আদালতের নির্দেশেই তৈরি হয় মন্দির নির্মাণ ট্রাস্ট। গত ১১ মে থেকে অযোধ্যায় খননকার্য শুরু হয়েছে মন্দির নির্মাণের জন্য। জমি সমান করার জন্য খনন শুরু হতেই মিলেছে একাধিক পুরোনো দেবদেবীর মূর্তি। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল জানিয়েছেন, খননকার্যের সময়ে সেখানে শিবলিঙ্গ সহ পাথরের তৈরি ফুল, কলসীর মতো একাধিক মন্দিরের সামগ্রী মিলেছে। এছাড়াও মাটির তলায় মিলেছে অন্যান্য দেব-দেবীর মূর্তি কিংবা তার ভাঙা অংশ। সঙ্গে বহু পুরনো মন্দিরের স্তম্ভের ধ্বংসাবশেষ। সেগুলি নানা রঙের বেলে-পাথরে তৈরি। খননে পাওয়া এইসব ভগ্নাবশেষ থেকেই প্রমাণ হয় অযোধ্যার ওই এলাকায় রাম মন্দিরই ছিল, যা ভেঙে পরবর্তীকালে বাবরি মসজিদ বানানো হয়েছিল। বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য, আমাদের আন্দোলন ও দাবি যে সঠিক ছিল তা প্রমাণ করছে খননে উদ্ধার হওয়া প্রত্নসামগ্রীগুলিই।































































































































