আলোচনায় অখুশি নন বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

0
2

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক বৈঠক সেরে বসিরহাট থেকে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানালেন রাজারহাট, ভাঙড়, হিঙ্গলগঞ্জ পাথরপ্রতিমা, কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকা ঘুরে বৈঠকে বসি। প্রধানমন্ত্রী আপাতত হাজার কোটি টাকা দিয়েছেন, অ্যাডহক। এটা অ্যাডহক, না ত্রাণের সঙ্গে যাবে সেটা দেখা যাবে। আমি তো আগেই বলেছি, প্রায় ১ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আমরাও আড়াই লাখ টাকা করে দিচ্ছি।

মুখ্যমন্ত্রী বলেন বেশ কিছু ক্ষেত্র রয়েছে যেখানে কেন্দ্র রাজ্য উভয় মিলে কাজ করে। সেখানে সাহায্য করা যেতে পারে। কেন্দ্র টিম পাঠাচ্ছে তারা খতিয়ে দেখবে। আমিও কাল দক্ষিণ ২৪ পরগনা যাব মিটিং করব। ঈদের পরে অন্য জায়গায় যাব। দ্রুত রেসটোরেশনের কাজ শুরু করে দিতে হবে। সব মিলিয়ে আলোচনায় যে তিনি অখুশি নন, সেটা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।