আফফান নিয়ে বসিরহাট কলেজে বৈঠকের শেষে প্রধানমন্ত্রী জানালেন, এই প্রাকৃতিক দুর্যোগ সত্যিই ভারতের ইতিহাস একটি ব্যতিক্রম। ব্যাপক ক্ষতি হয়েছে। বহু চেষ্টা করেও ৮০ জনের মৃত্যু ঠেকানো যায়নি। আমরা মর্মাহত। বাংলার সব প্রয়োজনে কেন্দ্র সরকার পাশে আছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা এলাকায় সরেজমিনে যাবেন এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করবেন। তারপর ক্ষতিপূরণের প্যাকেজ তৈরি হবে। প্রধানমন্ত্রী জানান, রাজ্য সরকারকে এই মুহূর্তে কেন্দ্র ১০০০ কোটি টাকা সাহায্য দিচ্ছে। এছাড়া দুর্যোগে মৃতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেবে কেন্দ্র। সবশেষে করোনা নিয়ে সকলকে সাবধানে থাকতে বলেন, এবং সমস্ত নিয়ম পালনের জন্য অনুরোধ করেন প্রধানমন্ত্রী।





























































































































