ক্রমশ আমফানে রাজ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছিলেন আমফানে মৃত্যুর সংখ্যা ৭২। তার কয়েক ঘণ্টার মধ্যেই সেই মৃত্যু সংখ্যা লাফিয়ে পৌঁছেছে ৮০-তে। দেখা যাচ্ছে দুই ২৪ পরগণার সঙ্গে কলকাতাতেও মর্মান্তিক মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতায় ১৫ জনের মৃত্যু কথা ঘোষণা করেছিলেন। শুক্রবার সকালে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৯-এ।