করোনা: একদিনে ফের রেকর্ড আক্রান্তের সংখ্যা ভারতে, দেশে কোভিড পজিটিভ ১,১৮,৪৪৭

0
2

ফের ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড আক্রান্তের সংখ্যা ভারতে। একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ৬০৮৮। দেশে আক্রান্তের সংখ্য বেড়ে হল ১,১৮,৪৪৭। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৮৩।

প্রতিদিনই বাড়ছে কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা। বৃদ্ধির হারে রোজই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সূত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০৮৮ জন। এর আগে ২৪ ঘণ্টায় এত সংখ্যক মানুষ আক্রান্ত হননি।

এখনও পর্যন্ত ৪৮০০০ মানুষ সুস্থ হয়েছেন। এই মুহূর্তে ৬৬,৩৩০ জন চিকিৎসাধীন। করোনা-মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৮,৫৩৩ জন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত ও দিল্লি।