রাজনৈতিক চাল? প্রধানমন্ত্রী তার পশ্চিমবঙ্গ সফরের নিয়ে এলেন রাজ্যের দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীকে। দুই মন্ত্রী সম্ভবত বসিরহাটের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে থাকবেন। ২০২১-এর ভোট যে পাখির চোখ, তা স্পষ্ট হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপেই। এদিন বিমানবন্দরে স্বাগত জানাতে এসে দলের রাজ্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে ক্ষয়ক্ষতির একটি তালিকা তুলে ধরার চেষ্টা করেছেন। তার আশা প্রধানমন্ত্রী দাবি মেটাবেন। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে দুর্গত এলাকা ঘুরে দেখছে।





























































































































