ফের জায়গায় প্রতিষ্ঠিত করার লড়াই সৌরভের

0
2

আমফান রেয়াত করেনি কলকাতার মহারাজের বাড়িকেও। অতি প্রবল ঘূর্ণিঝড়ে উপড়ে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির প্রিয় আমগাছটি। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেন তিনি। আমফানের দাপটে সৌরভদের বাড়ির পিছনের অংশে বারান্দার উপর আমগাছটি ভেঙে পড়ে। বিসিসিআই প্রেসিডেন্ট বাড়ির সদস্যদের নিয়ে দড়ি দিয়ে টেনে গাছ তোলার চেষ্টা করেন। সেটিকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত করার প্রাণপন চেষ্টা করেন মহারাজ। টুইটে তিনি লেখেন, ‘‘ বাড়ির এই আমগাছকে আবার তুলতে হবে ও নিজের জায়গায় নিয়ে গিয়ে রাখতে হবে।’’ তাঁর এই ছবি এবং ক্যাপশন দেখে অনেকেই বলেছেন, এটাই তো ‘সৌরভোচিত’ মনোভাব। ধাক্কা খেয়ে পড়ে গেলেও, ফের উঠে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হওয়া। জীবনের সব ক্ষেত্রেই এই নীতিই বিশ্বাস করেন মহারাজ।