মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট, মঙ্গলবারের আগে স্বাভাবিক নয়!

0
2

ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক? নেটওয়ার্কের দফারফা। আমফানের জেরে কলকাতা শহরে বিভিন্ন নেটওয়ার্ক প্রোভাইডারের কমপক্ষে হাজার-বারোশ টাওয়ার বসে গিয়েছে। কোথাও ভেঙে গিয়েছে, কোথাও খারাপ হয়ে গিয়েছে। ফলে মোবাইল নেটওয়ার্ক প্রায় কাজই করছে না। সিগন্যাল সমস্যায় বসে গিয়েছে নেট। ফলে ইন্টারনেট ঝড় বিধ্বস্ত জেলাগুলিতে কার্যত নেই। নেট না থাকায় অন লাইন ক্লাসও বহু এই পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু হলেও স্বাভাবিক অবস্থা ফিরে পেতে অন্তত দিন চারেক সময় লাগবে। অর্থাৎ সোমবার বিকেলের আগে বা মঙ্গলবার সকালের আগে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।