সুরাপ্রেমীদের জন্য সুখবর! এবার বাড়িতে বসেই মিলবে মদ

0
2

এবার থেকে বাড়িতেই ডেলিভারি করা হবে মদের। হোম ডেলিভারি করবে সুইগি ও জোম্যাটো। এতে একদিকে মদের দোকানে ভিড় কমবে। অন্যদিকে বাড়বে দুই সংস্থার আর্থিক জোগান। সিদ্ধান্ত ঝাড়খন্ড সরকারের। বৃহস্পতিবার রাঁচি শহরে প্রথম শুরু করা হল মদের হোম ডেলিভারি।

২৫ মার্চ থেকে টানা লকডাউন ভারতে। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য কোনও পণ্যের সরবরাহ বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। লকডাউনে অল্প ছাড় পেতেই মদের দোকান খুলে দেওয়া হয়। একদিনেই হাজার হাজার মানুষের উপচে পড়ে দোকানে। সে ভয়াবহ ছবি দেখে আবারও বন্ধ করে দেওয়া হয় মদের দোকান। মানু্যের ভিড়ে পুলিশকে বাধ্য হয়ে লাঠিচার্জও করতে হয়।