কাল রাজ্যে আসার পর আকাশ পথে বেশ কিছু এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি সূত্র বলছে আকাশ পথে পরিদর্শন করার সময়ে থাকবেন মুখ্যমন্ত্রীও। আমফান কবলিত এলাকা ঘুরে এসে তাঁরা বৈঠকে বসবেন। বৈঠকে আবারও মুখ্যমন্ত্রীর তিনটি দাবি থাকবে।
১. আমফান-এর জন্য প্যাকেজ। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ এক লক্ষ কোটি টাকা পেরিয়ে গিয়েছে।
২. কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্যাকেজ
৩. রাজ্যের বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়া





























































































































