প্রবল ঝড়ে অভিনেতা অঙ্কুশের বাড়ির বাথরুম ভেঙে চুরে দফারফা। জানলার কাচ ভেঙেছে, ভেঙে পড়ল বাথরুমের ফলস সিলিংও। অভিনেতা সেই সছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে লিখেছেন, ঘূর্ণিঝড় না ভূমিকম্প? এমন আর কার কার ফ্ল্যাটে হয়েছে, অঙ্কুশ নেমে পড়েছেন খুঁজতে।
© 2025 biswabanglasangbad. All Rights Reserved.















