স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার নবান্নে এই খবর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রী জানতে চান গোটা পরিস্থিতির কথা। ক্ষয়ক্ষতি নিয়েও কথা হয়। ভয়াবহ দৃশ্য তাঁরা নিশ্চিত দেখেছেন। আমি বলেছি কেন্দ্রকে সাহায্য করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাঁরা সাহায্য করবেন, পাশে থাকবেন। তবে মুখ্যমন্ত্রী বলেন, উনি সাহায্যের আশ্বাস দিয়েছেন। আমিও আশা করছি। তবে হাতে আগে পেতে দিন।





























































































































