রাজ্যে আমফানের তাণ্ডবে 10 থেকে 12 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর থেকেই নবান্ন থেকে ঘূর্ণিঝড়ের পরিস্থিতির উপর নজর রেখেছেন তিনি। সেখান থেকেই রাতে মমতা জানান, ঘূর্ণিঝড়ের দাপটে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, নবান্নে যে প্রাথমিক রিপোর্ট পৌঁছেছে তাতে জানা গিয়েছে, বহু গাছ পড়ে পড়েছে। রাস্তা, বাড়ি, সেতু-সহ বহু কাঠামো ধ্বংস হয়েছে। অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে চূড়ান্ত রিপোর্ট পেতে তিন-চার দিন সময় লাগবে। তবে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ কোটি টাকা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। সাধ্যমতো দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা।





























































































































