ঝড় এখনও থামেনি।
এখনই বিধ্বস্ত কলকাতা।
গাছ, বিদ্যুতের খুঁটি, ট্র্যাফিক সিগনাল পড়ে বেহাল অবস্থা। বহু জায়গায় জল জমে। বাড়ি ক্ষতিগ্রস্ত। এর মধ্যেই রাস্তা সাফাইতে নজর দিয়েছে প্রশাসন। জল নামানোর জন্য পাম্প চলছে। বিদ্যুতের বেহাল অবস্থা মেরামতি শুরু হয়েছে। তবে দুর্যোগ যেহেতু চলছে, তাই সর্বত্র কাজ করা যাচ্ছে না।




























































































































