আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বিকেল ৩.১৫ মিনিট নাগাদ সাংবাদিকদের জানালেন, পূর্ব অনুমান মতো আমফান ল্যান্ডফল করেছে। আমফানের হেড অ্যান্ড আই সমেত সম্পূর্ণভাবে ল্যান্ডফল করতে ঘন্টা চারেক সময় লাগবে। অর্থাৎ এই প্রক্রিয়া বিকেল সাড়ে ছ’টা পর্যন্ত চলবে। তারপর উত্তর-পূর্বের দিকে ক্রমশ সরে যাবে। কিন্তু যাবার আগে টেল অর্থাৎ লেজ শেষ ঝাপ্টা দিয়ে যাবে। সেটা বেরিয়ে যেতে গভীর রাত। কলকাতায় ঝড়-বৃষ্টি শুরু। এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার।





























































































































