করোনা সতর্কতা হিসাবে লকডাউনের মধ্যে অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধী সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। অফিস খুলে গেলেও তাঁদের এখনই কাজে যোগ দিতে হবে না।
প্রসঙ্গত, লকডাউনের চতুর্থ দফায় কেন্দ্রীয় সরকার যে গাইডলাইন দিয়েছে তাতে বলা হয়েছে আপাতত ৫০ শতাংশ কর্মী নিয়ে চালু হবে সরকারি অফিস। সোমবার ওই নির্দেশিকার পর মঙ্গলবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই নিয়ম থেকে বাদ রাখা হচ্ছে অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধী কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এখনই তাঁদের কাজে যোগ দিতে হবে না।
কেন্দ্রের তরফে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা ও শারীরিক ভাবে অক্ষম কর্মীদের বাদ রেখেই রোস্টার তৈরি করতে হবে। তার ৫০ শতাংশ নিয়েই কাজ হবে সরকারি দফতরে।
করোনাভাইরাসের সংক্রমণে শিশু, বৃদ্ধদের পাশাপাশি অন্তঃসত্ত্বা মহিলাদেরও প্রবল ঝুঁকি রয়েছে। অনেকের মতে, সেই কারণেই সংশোধিত নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।































































































































