কাল ভোর পর্যন্ত বন্ধ দমদম বিমানবন্দর

0
2

আমফান সতর্কতায় বন্ধ রাখা হল দমদম বিমানবন্দর। বৃহস্পতিবার ভোর পাঁচটা অবধি কলকাতা বিমানবন্দরের সমস্ত কাজকর্ম বন্ধ রাখা হলো। কোন বিশেষ বিমান এই সময়ে উড়বে না। বিমানবন্দর জুড়ে চূড়ান্ত সর্তকতা। সরিয়ে নেওয়া হলো জেট বিমানগুলি। মধ্যে হাওড়া থেকে নয়াদিল্লি এবং নয়াদিল্লি থেকে হাওড়া আসার স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে।