বয়স 84, করোনাকে হারিয়ে ফিরলেন তপন মিত্র

0
2

বয়স চুরাশি।

ছিলেন হলদিয়া পেট্রোকেমের চেয়ারম্যান।
ক্যালকাটা রোয়িং ক্লাবের প্রেসিডেন্ট।
বয়সের সঙ্গেই শরীরে বহু রোগ।
তার মধ্যেই জ্বর, শ্বাসকষ্ট।
দেখা গেল করোনা পজিটিভ।
তপন মিত্রকে গুরুতর অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হয় ফর্টিস হাসপাতালে।
ক্লার্ক স্ট্রিট বন্ধ করে দেয় পুলিশ।

শেষ পর্যন্ত করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন তপনবাবু।
ডাঃ রাজা ধর ও সহযোগীদের ধন্যবাদ দিচ্ছেন তাঁরা।